আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন
মোঃ মামুন সেখ,জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ:-
আজ সোমবার ২৫ নভেম্বর সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডীদাসগাঁতী সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি” এর অর্থায়নে ১০৫ প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করেন৷
এই হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল ওয়াদুদ তালুকদার৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) গণপতি রায়৷ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি” এর হিসাব প্রধান মোঃ কোহিনুর আলম চৌধুরী৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IHHNL(নেদারল্যান্ড) এর সম্মানিত সদস্য মুরাদ হালিচী ও মহসিন কক্টাস৷ এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন চন্ডীদাসগাঁতী গ্রামের প্রবীণ মুরুব্বী জনাব মতিউর রহমান আকন্দ৷
উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আঃ ওয়াদুদ তালুকদার৷ তিনি বলেন আমি অনেক খুশি যে আমার স্কুলে এমন অনুষ্ঠান করেছে এবং আমার স্কুল মাঠে বিদেশিদের জায়গা দিতে পেরেছি তার জন্য আমি অনেক আনন্দিত এর জন্য কৃতজ্ঞতা জানাই “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি” কে৷
প্রফেসর এম এ মতিন চক্ষু হাসপাতালের সম্মানিত অতিথি মোঃ আনসার আলী বলেন, আমরা যেমন সারাবছরই দুস্থ ও গরিবদের সানি অপারেশনের কাজ করে থাকি ঠিক তেমনই “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি” ও আমাদের মতো কাজ করে আসছে৷ আমরা চেষ্টা করব জানুয়ারি থেকে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি” এর সাথে কাজ করার জন্য৷
IHHNL (নেদারল্যান্ড) এর ডোনার
মুরাদ হালিচী বলেন, আমি ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানে কাজ করে আসছি এবং আমি এই কাজের মাধ্যমে অনেক দেশে ভ্রমণ করেছি৷ ৷ আমি বাংলাদেশে এসে অনেক খুশি এবং বাংলাদেশের মানুষের সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে আমি চেষ্টা করব আবার এই দেশে আসার জন্য৷
“দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি” এর হিসাব প্রধান মোঃ কোহিনুর আলম চৌধুরী বলেন, এটি একটি অরাজনৈতিক এবং অলাভজনক সামাজিক সংগঠন৷ আমাদের যাত্রা শুরু হয় ২০১৭ সাল থেকে৷ প্রথম অবস্থায় আমাদের অফিস ছিল জামালপুর ইসলামপুর এলাকায়৷ তখন আমরা শুধুমাত্র সেই ইসলামপুর এলাকায় কাজ করতাম৷ এখন আমরা পুরো বাংলাদেশে ৪০ টি জেলায় কাজ করে আসছি৷ তার মধ্যে আমাদের সিরাজগঞ্জ আসা হয় ২০২০ সালে৷ আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে ওয়াটার প্রজেক্ট৷ তার পাশাপাশি আমরা অন্যান্য প্রজেক্ট এর ও কাজ করে থাকি৷ তিনি প্রধান অথিথি কে অব্যাহত করেন যে আমরা যেনে পুরো জেলায় কাজ করতে পারি সেটাতে আপনারা আমাদের সহায়তা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং চেয়ারম্যান স্যার এর জন্য দোয়া চেয়ে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন৷
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় বলেন,
আমি প্রথমেই ধন্যবাদ জানাই “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি” কে৷
আমি অনেক ব্যস্ত থাকার পড়েও কথা দিয়েছি এখানে আসব৷ তাড়া আমাকে এখানে দাওয়াত করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ৷ আমি অনুরোধ করব তারা যেন আমাদের সাথে যুক্ত থেকে কাজ গুলো সম্পন্ন করেন৷ আর যারা বাহিরের দেশ থেকে আমাদের দেশে এসে এসব প্রজেক্ট বাস্তবায়র করছে তাদের কেও অসংখ্যা ধন্যবাদ জানাচ্ছি৷
উক্ত এলাকার প্রবীণ মুরুব্বী জনাব মতিউর রহমান আকন্দ বলেন, দূস্থ ও গরিব প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিয়ে সহায়তা করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ৷ আর দেশের বাহির থেকে এসেছে তাদের উদ্দেশ্যে জানাই তারা যেন আমাদের দেশে আরো সহায়তা করেন৷ আমি এলাকার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা৷
প্রতিবন্ধী আব্দুল আলিম এর মা জানান, আমার ছেলে ৬ বছর আগে জ্ন্ম নিয়েছে৷ সে জন্ম থেকেই ছিলো প্রতিবন্ধী তাকে অনেক চিকিৎসা করার পড়েও সে ঠিক হয়নি৷ এমতাবস্থায় আমার পক্ষে সম্ভব ছিলো না একটা হুইল চেয়ার কিনে দেওয়ার৷ ঠিক তখনই খবর পায় মানবতার ফেরিওয়ালা “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি” এর কর্মী নাজমুল হাসানের৷ তাঁর কাছে এসে সমস্ত বিষয় খুলে বললে তিনি আমাকে আজকে এই হুইল চেয়ারের ব্যবস্থা করে দেয়৷ আমি অসংখ্যা ধন্যবাদ জানাই মানবতার ফেরিওয়ালা নাজমুল হাসান কে এবং “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি” কে৷