আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন

Logo
News Headline :
সিরাজগঞ্জে দূর্ঘটনা এড়াতে মহাসড়কে থ্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞা  তজুমদ্দিনে সমন্বিত স্থানীয় জলবায়ু বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা ও পুনর্বাসন প্রক্রিয়া শক্তিশালীকরণ সেমিনার অনুষ্ঠিত  বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস প্রায় ৬ মাস ধরে বন্ধ। আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে পিরোজপুরে বিসিএস শিক্ষকদের মানববন্ধন যতাযত মর্যাদা ও আনন্দ উৎসবের মধ‍্য দিয়ে জুড়ীতে পালন হল পবিত্র বড়দিন ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজে শিক্ষকদের উদ্যোগে আন্ত ক্যাডার বৈষম্য নিরসনে মানববন্ধন  ফরিদপুরে সাদ পন্থীদে সকল কার্যক্রম বন্ধের দাবিতে   বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকে  স্মারক লিপিপ্রদান  বোরহানউদ্দিনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আঞ্চলিক প্রেস ক্লাবের নিন্দা ভোলায় ছাদ থেকে পড়ে মাদরাসার শিশু ছাত্রের মৃত্যু কুলিয়ারচরে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মুখে ‘আল্লাহ’ ‘আল্লাহ’ ডাক
দলের সাথে যারা বেইমানি করেছে এদের সাথে কোনো আপোষ নেই’ – আহবায়ক ফয়জুল করিম ময়ুন

দলের সাথে যারা বেইমানি করেছে এদের সাথে কোনো আপোষ নেই’ – আহবায়ক ফয়জুল করিম ময়ুন

নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন দলের সর্বস্তরের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সতর্ক বার্তা দিয়ে বলেছেন – মৌলভীবাজার জেলায় বিএনপি এক ছাতার তলে থাকবে। কেউ ছাতার বাইরে থেকে বৃষ্টিতে ভিজবে, আর কেউ বৃষ্টিতে ভিজবে না, এভাবে আর চলতে দেয়া হবে না। আবার কেউ রোদে জ্বলবে আবার কেউ রোদের উত্তাপ থেকে ছাতার তলে থেকে বাঁচবে এসব করা মৌলভীবাজার জেলায় বিএনপিতে আর চলবে না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এক ছাতার তলে বিএনপির নেতাকর্মীরা থাকবে। এবং ঐক্য বদ্ধ হয়ে থাকবে। সম্পূর্ণ বিভেদ ভুলে এক ছাতার তলেই সবাইকে থাকতে হবে। এটাই হল তারেক রহমানের নির্দেশ।

ময়ূন বলেন – আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গনতন্ত্রের মুক্তি ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন করতে গিয়ে বছরের পর বছর বানোয়াট মিথ্যা মামলায় ফ্যাসিস্ট হাসিনার ফরমায়েশি রায়ে কারাগারে যখন বন্দি ছিলেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক হাসিনার নির্দেশে অসংখ্য মিথ্যা বানোয়াট মামলা নিয়ে তারেক রহমান কে সাত সমুদ্র তেরো নদীর ওপারে রেখে যারা রাজপথে লড়াই সংগ্রামে না থেকে দলের সাথে বেইমানী করেছে, ফ্যাসিস্ট হাসিনার দোসরদের সহযোগিতা করেছে এদের সাথে আমাদের কোনো আপোষ নেই।

মূয়ন দলের নেতৃবৃন্দের হুঁশিয়ারি দিয়ে বলেন,দল করতে হলে সবাই কে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে চলতে হবে। বিএনপির ডাকা কোনো সভা সমাবেশে শহীদ জিয়া,বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বাইরে শ্লোগান দেয়া যাবে না। জিয়া পরিবারের বাইরে কোন ব্যক্তির নামে ছবি,ব্যানার,ফেষ্টুন করা যাবে না। শ্লোগান ছবি ব্যানার হবে শুধু তিনজনের নামে । দলের এই নিয়ম শৃঙ্খলা যারা মানবে না তাদের বিরুদ্ধে দল কঠোর হবে। প্রয়োজনে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

দলীয় কাউন্সিলকে সামনে রেখে আগামী ১২ ডিসেম্বর কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ ও জেলার নেতৃবৃন্দ কর্মী সমাবেশে অংশ নিবেন।

এ কর্মী সমাবেশকে সফল করার লক্ষ্যে শুক্রবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে কুলাউড়ায় ডাকবাংলো প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ফয়জুল করিম ময়ূন দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্য এসব কথা বলেন৷ প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান,কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশের প্রধান সমন্বয়কারী মোশাররফ হোসেন বাদশা,সমন্বয়ক মো. হেলু মিয়া,আনিসুজ্জামান বায়েস,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহবায়ক কমিটির সদস্য মতিন বকস, জেলা বিএনপির সদস্য এড. আবেদ রাজা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমান, মাহবুব ইজদানী ইমরান, কুলাউড়া বিএনপির শওকতুল ইসলাম শকু, বদরুজ্জামান সজল,রেদোয়ান খান,শামীম আহমদ চৌধুরী, আজিজুর রহমান মনির,হারুনুর রশীদ, আব্দুল মন্নান,গফ্ফার চৌধুরী, বিএনপি নেতা কায়সার,গোলাপ প্রমূখ।

দলের সর্বস্তরের নেতা-কর্মীদের সতর্ক করে ময়ূন বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে ঠিকই কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই। দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। সে জন্য সকলকে ঐক্য বদ্ধ থেকে তাদের ষড়যন্ত্রের জাল রুখে দিতে হবে।

ময়ূন বলেন-আমরা ঐক্যবদ্ধভাবে পথ চলবো আগামী দিনে। কারণ গণতন্ত্রের যে পরিপূর্ণ বিজয় তা এখনো অর্জন হয়নি। একটি পথ আমরা অতিক্রম করেছি, ফ্যাসিবাদের পতন হয়েছে, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। আরেকটি নির্বাচনের মধ্য দিয়েই মানুষের ভোটের অধিকার যখন প্রতিষ্ঠিত হবে, একটি নির্বাচিত সরকার বাংলাদেশের ক্ষমতায় বসবে বা দেশ পরিচালনার দায়িত্ব নেবে তখনি গণতন্ত্রের যে মূল বিজয়, সেই বিজয় অর্জন করতে আমরা সক্ষম হবো।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com