আজ মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন

Logo
তারেক রহমান খালাস পাওয়ায় পিরোজপুরে আনন্দ মিছিল 

তারেক রহমান খালাস পাওয়ায় পিরোজপুরে আনন্দ মিছিল 

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা থেকে খালাস পাওয়ায় আনন্দমিছিল করেছে পিরোজপুর জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। 

রোববার (১২ ডিসেম্বর) বিকেলে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়  থেকে এ আনন্দমিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের সিও অফিস মোড়ে গিয়ে শেষ করে। সেখানে একটি পথ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জজকোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আকনসহ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিজয়ের মাসে আরেকটি বিজয়ের খবর এসেছে। বিগত দিনগুলোতে বিএনপি ন্যায়বিচার পায়নি। শেখ হাসিনার সরকার তারেক রহমানকে জেলে পাঠাতে একের পর এক মিথ্যা মামলা দিয়েছিল। অবিলম্বে তারেক রহমানের নামে যত মিথ্যা মামলা আছে, সব প্রত্যাহার এবং তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আসার ব্যবস্থা করতে হবে।

এসময় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, শেখ হাসিনা তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একের পর এক মিথ্যা মামলা দায়ের অংশ হিসেবে পিরোজপুর আদালতে যে মিথ্যা রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছিল সেই অভিযোগ থেকে খালাস পাওয়া তারা খুবই আনন্দিত। নতুন বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হওয়ায় তাকে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com