আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে নাজিরপুর ইউপির মোঃ সাগর (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ ।
গতকাল (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামের করিম মৃধা বাড়ির থেকে মরদেহটি উদ্ধার করা হয় । নিহত মোঃ সাগর ওই এলাকার জয়নাল সরদারের ছেলে ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাগর ঢাকার নারায়ণগঞ্জে একটি রডের দোকানে শ্রমিকের কাজ করতো । ঢাকা থেকে ৩ দিন আগে নিজ বাড়িতে আসে ।(৩ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে নিজ বাসা থেকে বের হয়। সকালে গাছের ডালের সাথে গলায় রশি পেঁচিয়ে থাকা সাগরকে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বাড়ির দক্ষিণ পাশের বাগানে একটি গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে।
এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন বলেন,নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হবে। প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এখনো পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।