আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

Logo
গলা ও হাতের কব্জি কাটা অবস্হায় শিশুর মরদেহ উদ্ধার

গলা ও হাতের কব্জি কাটা অবস্হায় শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জে গলা ও হাতের কবজি কাটা অবস্থায় পূর্ণিমা রেলী (১২) শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টায় শমসেরনগরের ক্যামেলিয়া চা বাগানের পাশের চা বাগানের ১১ নম্বর সেকশনের দুই টিলার মধ্যবর্তী স্থান থেকে থেকে লাশটি উদ্ধার করা হয়। পুর্নীমা শমশেরনগর চা বাগানের ৬ নাম্বার টিলার চা শ্রমিক আপারাও রেলীর মেয়ে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার বিকেলে গরু খুঁজতে ঘর থেকে বের হয় পূর্ণিমা। সন্ধ্যার দিকে বাড়ি না ফিরলে পরিবার ও এলাকাবাসী মিলে তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সকালে বাগানের শ্রমিকরা কাজ করতে গিয়ে শমসেরনগর চা বাগানের ১১ নম্বর সেকশনের দুই টিলার মধ্যবর্তী স্থানে পূর্ণিমার গলা ও হাতের কবজি কাটা রক্তাক্ত লাশ দেখতে পায়।
পরে স্থানীয়রা থানার পুলিশকে অবহিত করলে শমসেরনগর পুলিশ ফাঁড়ির একটি একদল ঘটনাস্থলে গিয়ে পূর্ণিমার লাশ উদ্ধার করে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত চলমান রয়েছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com