আজ মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

Logo
কুলিয়ারচরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুলিয়ারচরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দু’মাসব্যাপী নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল ৫ জানুয়ারি রোববার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।
প্রস্তুতিমূলক সভায় এ সুন্দর ও জাকজমকভাবে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ব্যাপক কর্মসুচি গ্রহণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পর্যায়ের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদেরকে এ কর্মসুচি পালনে সক্রিয় ভুমিকা রাখার আহ্বান জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাকীন মাশরুর খান, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাহবুবুর রহমান আবেদী, সেক্রেটারি মশিউর রহমান মহসিন, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি দ্বীন ইসলাম, সেক্রেটারি আবদুল করীম, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা, রামদী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মো. আলতাফ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুসলিমা বেগম, উপজেলা আইসিটি অফিসার রাকিবুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) সোলায়মান, উপজেলা তথ্য (আপা) কর্মকর্তা শিউলি আক্তার, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মস্তুোফা কামাল (কাজল), উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লিটন মিয়া, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ মুছা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. জহির উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আজহার উদ্দিন লিটন, ৪১ নং কুলিয়ারচর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মুহাম্মদ কাইসার হামিদ, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. নাঈমুজ্জামান নাঈম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার সোলায়মান, আশা কুলিয়ারচর -১ এর সহকারী ব্রাঞ্চ ম্যানেজার ইসরাত জাহান, ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ রাজিব, ফয়সাল আহমেদ তুহিন, ফাহিম আহমেদ, রামিম মিয়া ও তন্ময় মাহমুদ সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক ও এনজিও প্রতিনিধিরা এ উৎসব বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে উৎসবটি সুন্দর ভাবে পালনের জন্য একটি আহবায়ক কমিটি ও বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর শুরু হতে ১৯ ফেব্রুয়ারি উৎসব শেষ হবে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই- প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com