আজ রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এ প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে গত ২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর যৌথ আয়োজনে মুক্ত আড্ডা, ওয়াকাথন ও উপজেলার চরকামালপুর পল্লী মাতৃকেন্দ্রের ৩ জন সদস্যের মাঝে নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকার ঋণ বিতরণ ও প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ কার্ড বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান এর সভাপতিত্বে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা ও রামদী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. শহিদুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, কুলিয়ারচর থানার সেকেন্ড অফিসার শুভ আহমেদ, চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ মুছা, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য মো. নাঈমুজ্জামান নাঈম ও ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ রাজিব প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. খালেদ হাসান, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলতাফ হোসেন, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, উসমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লিটন মিয়া, আব্দুল্লাহপুর জগৎচর মাদ্রাসার প্রিন্সিপাল ও উপজেলা ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহ, ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন, ফাহিম, কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সাংবাদিক ফারজানা আক্তার, রামদী ইউপি সদস্য মো. রতন মিয়াসহ পল্লী মাতৃকেন্দ্রের সদস্য, সুবর্ণ কার্ড প্রাপ্তি প্রতিবন্ধী ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের স্টাফবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মো. কামরুল হাসান।