আজ বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

Logo
 কম্বল বিতরণ করলেন যুক্তরাষ্ট্র প্রবাসী লুকমান তরফদার

 কম্বল বিতরণ করলেন যুক্তরাষ্ট্র প্রবাসী লুকমান তরফদার

নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার 

মৌলভীবাজারে অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে সমাজসেবক ও বিশিষ্ট দানবীর যুক্তরাষ্ট্র প্রবাসী লুকমান তরফদার (মৌলা মিয়া)পক্ষে থেকে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুরের শহরের বনবিথী তার বাস ভবনে এ কম্বল বিতরণ করা হয়।

যুক্তরাষ্ট্র প্রবাসী লুকমান তরফদার (মৌলা মিয়া)

তিনি রমজানের শুরুতেই ১ম বার, রমজানের মধ্যবর্তী ২য় বার এবং ঈদ উপলক্ষে ৩য় বারেরও খাদ্য সামগ্রী ও ঈদের নতুন পোষাক বিতরণ করে থাকেন। তিনি অসহায় মানুষের মাঝে ঢেউটিনসহ বিভিন্ন ধরনের সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। তার এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি মত প্রকাশ করেন।

সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com