আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন
মোঃ মামুন সেখ
সিরাজগঞ্জ প্রতিনিধি:-
ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত কাটাখালি খাল সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। আজ সোমবার (১১ নভেম্বর) বেলা ১২টার দিকে কাটাখালি নদীর টুকু ব্রীজ এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় জাহান আরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
উক্ত মানববন্ধনটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
মানববন্ধন চলাকালে আরো বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক সরকার সানোয়ার হোসেন, ছাত্র সমন্বয়ক মেহেদী হাসান সহ সুধী সমাজের প্রতিনিধিরা।
মানববন্ধবে বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে কাটাখালি খাল সংস্কারের নামে বিপুল পরিমাণ অর্থ অপচয় ও লুটপাট করা হয়েছে। কাজের কাজ তেমন কিছুই হয়নি। বরং কাটাখালি দখল ও দূষণে পূর্ণতা পেয়েছে। একটি আধুনিক শহরের জন্য যা বেমানান। আমরা চাই কাটাখালি নদী সংস্কার করে সুন্দর ভাবে সাজিয়ে দখল দূষণমুক্ত করে সৌন্দর্য্য বর্ধন করা হোক। অন্যথায় বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।
উল্লেখ্য দীর্ঘদিন খালটি সংস্কারের অভাবে পরিবেশ দূশনের কেন্দ্র বিন্দুতে পরিনত হচ্ছে। খালের কারণে বৃষ্টি বাদল যতই প্রবল হোক, অতীতে শহরে কোনো জলাবদ্ধতা সৃষ্টি হতো না। কাটাখালীতে এক সময় শহরের একটি ব্যস্ত নৌপথ হিসেবে ব্যবহার করা হতো।
লঞ্চ, ছোট নৌকা ও মালবাহী বড় নৌকা এই নদী দিয়ে সিরাজগঞ্জ বন্দরে এক সময় যাতায়াত করতো। স্বাধীনতার পরে লঞ্চ অচল হয়ে যায়। তবে ১৯৭৩-৭৪ সাল পর্যন্ত খালটিতে বড় নৌকা চলেছে। আশির দশক থেকে যখন নদীতে ঘের দিয়ে মাছ চাষ শুরু হয় তখন থেকেই নৌকা চলাচল সম্পূর্ণ বন্ধই হয়ে গেছে। খালটির পানি দূর্গন্ধ ও ময়লা আবর্জনায় ভরে উঠলেও দীর্ঘদিন এই কাটাখালি পরিস্কার রাখলে খালটি তার হারানো ঐতিহ্য ফিরে পাবে।