আজ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :–
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভুল সংশোধন নিয়ে সুখবর দিয়েছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমাযুন কবীর।
তিনি বলেছেন, এনআইডি সংশোধনের জন্য ৩ লাখ ৭৮ হাজার আবেদন জমা পড়েছে। ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে তিন মাসের মধ্যে আবেদনগুলো দ্রুত সংশোধন করা হবে।
রোববার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ এস এম হুমাযুন কবীর বলেন, আশা করি তিন মাস পরে ভোগান্তি থাকবে না। আমরা চেষ্টা করছি। আপনারা আমাদের সজাগ রাখবেন, আমরাও সজাগ থাকবো।
তিনি আরো বলেন, ইসির সঙ্গে অনেকগুলো প্রতিষ্ঠানের চুক্তি ছিল। ইসি থেকে আমরা ডাটা সেন্টার বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহারের সুযোগ দিয়ে থাকি। আমাদের কিছু নিয়মকানুন আছে। আমরা ১৮৩টি প্রতিষ্ঠানকে চুক্তির ভিত্তিতে সেবা দিয়ে থাকি।