আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন

Logo
News Headline :
পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দাখিলের পর ঘুষের ১৯ হাজার টাকা ফেরত দিলেন এসআই সাইফুল ইসলাম চরভদ্রাসন উপজেলা  গাজীরটেকে গাছ কাঁটাকে কেন্দ্র করে  বিরধে গৃহবধূকে অমানবিক নির্যাতন ওশীলতাহানী তজুমদ্দিনে শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার বদলগাছীতে বিয়ে কিশোরীর ছাড়াই সন্তান প্রসব এলাকায় তোলপাড়, পরিবারের অভিযোগ ধর্ষণ। ববি ছাত্রলীগ নেতা আবিদ মাদকসহ গ্রেফতার, পাঁচ দিনের কারাদণ্ড বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ববি প্রেস ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন বাজিতপুরে মামলা তুলে আনার জন্য বাদীকে হুমকির অভিযোগ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা অনুদান :- ধর্ম মন্ত্রণালয় জোর করে নারীকে বোরকা পরাবো না: জামায়াতে আমির ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে পোড়ানো হচ্ছিল নারীর মাথাবিহীন মরদেহ
ইসকন নিষিদ্ধের দাবিতে বাউফলে বিক্ষোভ মিছিল

ইসকন নিষিদ্ধের দাবিতে বাউফলে বিক্ষোভ মিছিল

oplus_2

এইচ এম বাবলু (পটুয়াখালী ) বাউফল প্রতিনিধি:-

ইসকন বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর সকাল( ১১টায় ) বাউফল উপজেলার কালাইয়া বন্দর বড় পুকুর পাড় থেকে স্থানীয়  ছাত্রজনতার  ব্যানারে মিছিলটি শুরু হয়। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনের সদস্যরা অংশ নেন।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা চট্টগ্রাম জেলা আদালতে সন্ত্রাসীদের হামলায় আইনজীবী নিহত ও কয়েকজন আহতর ঘটনা এবং ইসকনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং তাদের বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ তোলেন। বক্তারা দাবি করেন, ইসকনের কর্মকাণ্ড মুসলিম ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হানছে এবং সমাজে বিভেদ সৃষ্টি করছে।

বিক্ষোভকারীরা সরকারের প্রতি ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানান এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি ইসকনের কিছু কর্মকাণ্ডকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ইসকনের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com