আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি :
১৯৮২ সালের ১২ ফেব্রয়ারী প্রতিষ্ঠিত দীর্ঘ ৪৩ বছরের ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা’র ইন্দুরকানী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর শহরের সিআই পাড়া সড়কে সদর সার্কেল অফিস সংলগ্ন সংস্থা‘র অস্থায়ী জেলা কার্যালয়ে পিরোজপুর জেলা কমিটির সম্মেলনে অনুষ্ঠিত হয়।
এসময় পিরোজপুরের ৫ উপজেলার সাথে ৯ সদস্য বিশিষ্ট ইন্দুরকানী উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। পরে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মো. মমিনুর রশীদ শাহীন ও মহাসচিব মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত কমিটি তাদের কাছে হস্তান্তর করা হয়।
এ কমিটিতে ডেইলি অবজারভার পত্রিকার ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি মো. আজাদ হোসেন বাচ্চু কে সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি মো. জিয়াউল ফকির কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অনন্যরা হলেন সহ সভাপতি মো. মারুফুল ইসলাম (দৈনিক আমাদের সময়), মো. নাজমুল সাকিব (দৈনিক সকালের সময়), কোষাধ্যক্ষ মো. আসাদুজ্জামান শেখ (আজকের পত্রিকা), দপ্তর সম্পাদক মো. আরিফুল ইসলাম শফিকুল (দৈনিক বাংলাদেশ সমাচার) এবং নির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন এইচ এম ফারুক হোসাইন (দৈনিক যুগান্তর), মো. শাহিদুল ইসলাম (দৈনিক আমার দেশ), মো. আল আমিন হোসেন (দৈনিক খবরপত্র)।