আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৫০ অপরাহ্ন
মোঃ ফাহিম,পবিপ্রবি প্রতিনিধি:
চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে ইসকনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের দাবি জানিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসের শিক্ষার্থীরা। পাশাপাশি হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার আল্টিমেটাম দেন তারা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় তারা।
সমাবেশে মোঃ জায়েদ তার বক্তব্যে বলেন, ৫ই আগস্টের আগ পর্যন্ত আমরা সব ধর্মের মানুষ মিলে দেশ স্বাধীন করেছি। কিন্তু আজকে চট্টগ্রাম কোর্টে প্রকাশ্য দিবালোকে যা হয়েছে (মানুষ হত্যা) তা কোনো ধর্মের ধার্মিক মানুষ করতে পারে না। তারা নিঃসন্দেহে সন্ত্রাসী।
তিনি আরও বলেন, যাকে গ্রেফতার নিয়ে এই কর্মকাণ্ড ঘটানো হয়েছে, সে চিন্ময় কুমার আসলে কে সে! ৫ তারিখের পর থেকে তার বক্তব্য ছিল আওয়ামী পুনর্বাসনের বক্তব্য। সে তার বক্তব্যে বলেছে হাসিনা এবং শেখ মুজিবের জন্যই ইসকন প্রতিষ্ঠা করেছে। আমরা দাবি জানাচ্ছি ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে এবং যারা হামলা করেছে তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ” সারা বাংলায় খবর দে ইসকন এর কবর দে, হিন্দুবাদী আগ্রাসন রুখে দেও জনগণ, ভারতীয় আগ্রাসন রুখে দেও জনগণ, বিশ্বের মুসলিম এক হও এক হও, ঢিল্লি না ঢাকা -ঢাকা ঢাকা,সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবেনা’ এসব স্লোগান দিতে থাকেন।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে ইসকন” মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না মঞ্জুর করায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় সনাতনী জাগরণী জোটের নেতা-কর্মীদের। এসময় উগ্রবাদী সমর্থকরা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেন।শিক্ষার্থীদের অভিযোগ এই হত্যাকান্ডে ইসকনের সরাসরি সম্পৃক্ততা রয়েছে।