আজ শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন

Logo
News Headline :
আদমপুরে অবৈধ ভাবে বালু পরিবহন করায় একজনের বিনাশ্রম কারাদণ্ড, আরেকজনকে ২ লাখ টাকা জরিমানা আইনজীবী সুজন মিয়া হত্যার মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫ রেকর্ড গড়েই জয় পেল বাংলাদেশ সরকারে এলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: মির্জা ফখরুল যশোরে ছাত্রীদের শোবার ঘরে সিসি ক্যামেরা, মাদ্রাসা শিক্ষকের কক্ষে মিললো মনিটর ১৩ দিন বৃষ্টিবলয়ে থাকবে পুরো দেশ, হবে কালবৈশাখী-বজ্রপাত ঠাকুরগাঁওয়ে মোমবাতির আলোয় পরীক্ষা দিলো শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক পুলিশ হেফাজতে লংগদু জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত” বোয়ালমারীতে বাড়তি ভাড়া আদায় করায় গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা
অ্যালোভেরা কি সত্যিই ব্রণ দূর করে

অ্যালোভেরা কি সত্যিই ব্রণ দূর করে

নিজেস্ব প্রতিবেদক

ব্রণ সবচেয়ে পরিচিত ত্বকের সমস্যা। যা হরমোনের ভারসাম্যহীনতা, অতিরিক্ত তেল উৎপাদন, ছিদ্র বন্ধ হয়ে যাওয়া এবং ব্যাকটেরিয়া সংক্রমণের মতো কারণে ঘটে। যদিও এর জন্য অসংখ্য চিকিৎসা পাওয়া যায়, তবে অ্যালোভেরা জেলের মতো প্রাকৃতিক প্রতিকার প্রশান্তিদায়ক এবং প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্যের কারণে জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু অ্যালোভেরা কি সত্যিই ব্রণ দূর করতে সাহায্য করে? চলুন জেনে নেওয়া যাক-

ব্রণ কমাতে অ্যালোভেরার উপকারিতা

অ্যালোভেরা তার ত্বক-নিরাময়কারী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। গবেষণায় দেখা গেছে যে এটি ব্রণ-প্রবণ ত্বকের জন্য উপকারী হতে পারে। এতে পলিস্যাকারাইড, জিবেরেলিন এবং স্যালিসিলিক অ্যাসিড রয়েছে, যা প্রদাহ কমাতে, ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া মেরে ফেলতে এবং ত্বকের নিরাময়ে সাহায্য করে।

১. প্রদাহ-বিরোধী প্রভাব

অ্যালোভেরায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা ব্রণ কমাতে সাহায্য করে। এতে ভিটামিন এ, সি এবং ইও রয়েছে যা ব্রণের কারণে সৃষ্ট ত্বকের জ্বালা প্রশমিত করতে সাহায্য করে। জার্নাল অফ ডার্মাটোলজিক্যাল ট্রিটমেন্টে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে, অ্যালোভেরা জেল ব্রণের ক্ষতে প্রদাহ এবং লালচেভাব হ্রাস করে।

২. অ্যান্টিব্যাকটেরিয়াল এবং নিরাময়কারী বৈশিষ্ট্য

অ্যালোভেরা তার অ্যান্টিব্যাকটেরিয়াল এবং নিরাময়কারী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এক গবেষণায় দেখা গেছে যে, অ্যালোভেরা ব্রণর জন্য দায়ী ব্যাকটেরিয়া প্রোপিওনিব্যাকটেরিয়াম অ্যাকনেসের বিরুদ্ধে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব ফেলে। অ্যালোভেরায় অ্যালোসিনের উপস্থিতি ব্রণ-পরবর্তী দাগ এবং দাগ হালকা করতেও সাহায্য করে।

৩. প্রচলিত চিকিৎসার সঙ্গে সম্মিলিত উপকারিতা

গবেষণায় দেখা গেছে যে, অ্যালোভেরা এবং ট্রেটিনোইন (একটি সাধারণ ব্রণ চিকিৎসা) এর সংমিশ্রণ শুধুমাত্র ট্রেটিনোইনের তুলনায় ব্রণের কমানোর প্রক্রিয়া আরও কার্যকরভাবে উন্নত করে। এটি প্রমাণ করে যে, অ্যালোভেরা ঐতিহ্যবাহী চিকিৎসার কার্যকারিতা বাড়াতে পারে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com