আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন
সাগর হোসাইন, বদলগাছী প্রতিনিধি:-
মাত্র তিন দিনে আগে মেয়ে ও তার জামাইয়ের বিরুদ্ধে থানায় নির্যাতনের অভিযোগ করেন বৃদ্ধ বাবা। সূত্র ধরে তদন্তে যায় পুলিশ। কিন্তু ততক্ষণে নিজ ঘরে লাশ হয়ে পড়েছিলেন টুরু মিয়া। এমনই রোমহর্ষক ঘটনা ঘটেছে নওগাঁর বদলগাছি উপজেলার জাইজাতা গ্রামে। সোমবার (১১ নভেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, বৃদ্ধ টুরু মিয়া প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন। প্রথম পক্ষের ছেলের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না তার। পরে দ্বিতীয় পক্ষের দুই কন্যা সন্তানকে নিয়ে জাইজাতা গ্রামে বসবাস করতেন। বয়স বাড়ার কারণে বসত ভিটার ১২ শতক জমি নিজেদের নামে লিখে নিতে চাপ দেয় বড় মেয়ে আঙুর এবং তার স্বামী আব্দুস সালাম। টুরু মিয়া জমি লিখে দিতে অস্বীকার করলে মাঝেমধ্যে মারধরের শিকার হতে হত তাকে। এমন একটি অভিযোগ সংশ্লিষ্ট থানায় গত ৭ নভেম্বর দায়ের করেন টুরু মিয়া। এরপর বিষয়টি আমলে নিয়ে রোববার পুলিশ তদন্তে গেলে তার মরদেহ দেখতে পান।
ওসি আরও জানায়, মরদেহ উদ্ধারের সময় তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মেয়ে ও তার জামাইকে আটক করা হয়েছে।