আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:-
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ১১ টায় বেইলী রোডের নওরতন কলোনী থেকে গ্রেপ্তার করা হয়।
আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি।
এর আগে রাজধানীর সেগুনবাগিচা থেকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় সেগুনবাগিচা এলাকা থেকে তাকে ডিবির একটি টিম গ্রেপ্তার করে।