Warning: Creating default object from empty value in /home/ourdaily/public_html/wp-content/themes/News Smart (1.1)/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
our daily bangladesh | মুজিব’ ছবিতে ৫ বছর দিয়েছি, অনুশোচনা করলে পেশাকেই অপমান করা হবে: ফারিয়া - our daily bangladesh মুজিব’ ছবিতে ৫ বছর দিয়েছি, অনুশোচনা করলে পেশাকেই অপমান করা হবে: ফারিয়া - our daily bangladesh

আজ শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন

Logo
News Headline :
ঈদের আমেজে লাখো পর্যটকের ভিরে মুখরিত সাগর কন্যা কুয়াকাটা। বোয়ালমারীতে তরুনীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ তারেক রহমানের নির্দেশে মঠবাড়িয়ায় ২৫ হাজার রোজাদারকে ইফতার করালেন এ আর মামুন  পথচারীদের মধ্যে ইফতার প্যাক বিতরন সরি, সংস্কার আপনাদের কাজ না: আমীর খসরু স্বস্তির ঈদযাত্রা পটুয়াখালীর কুয়াকাটায় ৬ দোকানে তালা ঝুলিয়ে দিলেন যুবদল নেতা,বিপাকে দোকানিরা মহাদেবপুরে মন্দির ভাংচুর করে ২০ লাখ টাকার মালামাল লুটপাটের অভিযোগ বোয়ালমারীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় ফুটবল দলকে সম্মানী দিলেন উৎসব
মুজিব’ ছবিতে ৫ বছর দিয়েছি, অনুশোচনা করলে পেশাকেই অপমান করা হবে: ফারিয়া

মুজিব’ ছবিতে ৫ বছর দিয়েছি, অনুশোচনা করলে পেশাকেই অপমান করা হবে: ফারিয়া

নিজেস্ব প্রতিবেদক

দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন পর, আওয়ামীপন্থী শোবিজ তারকারা বেশ চাপের মধ্যে পড়েছেন। বিশেষ করে, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করার পর কয়েকজন শিল্পীকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে। তাদের মধ্যে অন্যতম নুসরাত ফারিয়া।

এখন আসছে ঈদে ‘জ্বীন ৩’ চলচ্চিত্রের মাধ্যমে ফিরছেন ফারিয়া। এরই মধ্যে ছবির ‘কন্যা’ গানটি নিয়ে দারুণ সাড়া পেয়ে দর্শক এবং শোবিজ তারকাদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন। তবে, মুজিব সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার পর যে সমালোচনা তিনি সহ্য করেছেন, তা নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন ফারিয়া।

একটি পডকাস্টে তাকে প্রশ্ন করা হয়, ‘আপনি কি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে অনুশোচনায় ভোগেন?’

ফারিয়া তার জবাবে বলেন, ‘আমি বলতে চাই, এখানে অনুশোচনার মতো কিছুই নেই। আমরা শিল্পীরা সাড়ে ৫টায় ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি। এর পেছনে অনেক শারীরিক পরিশ্রম যায়। বিশেষ এই সিনেমার জন্য ২০১৯ থেকে ২০২৩ সাল—এই ৫ বছর আমি একই লুকে নিজেকে মেইনটেইন করেছি। চুলে কোন রঙ করিনি, কালো চুল নিয়ে ঘুরেছি এই চরিত্রটির জন্য। একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে। মোট কথা, আমি বলতে চাই, এই সিনেমার জন্য আমি আমার জীবনের দীর্ঘ ৫টি বছর দিয়েছি। ফলে সেই কাজটিকে নিয়ে যদি অনুশোচনা করি, তাহলে আমার পেশাকেই অপমান করা হবে।’

সেসময়ের অবস্থা সম্পর্কে ফারিয়া বলেন, ‘‘যখন সিনেমায় আমার নাম এলো, বিশেষ করে শেখ হাসিনা চরিত্রের জন্য, পুরো বাংলাদেশ আমাকে অভিনন্দন জানাল। আর এখন পরিস্থিতি ভিন্ন। পুরো বাংলাদেশ আমার দিকে আঙুল তুলছে। একটা চরিত্র করার আগে শিল্পীদের এতে কিছু ভাবার সুযোগ থাকে না। আমি তো বলব, আমার সেই ক্ষমতা নেই যে, সরকার একটি চরিত্র করতে বলবে আর আমি সেটাকে ‘না’ বলে দেব। আমি তো মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই না।’’

তিনি আরও বলেন, ‘এই সিনেমার জন্য আমি যে পরিস্থিতি পার করেছি বা এখনো করছি তা আমার ভাগ্যে লেখা ছিলো বলেই মনে করি। এটা খণ্ডানোর ক্ষমতা আমার ছিলো না।’

এছাড়া, ফারিয়া এই পডকাস্টে আরও বলেন যে, ‘যখন একটি দেশের সরকারি পর্যায় থেকে কোন কাজের প্রস্তাব আসে, তখন তা নিজের অতো পছন্দ না হলেও মানা করা যায় না।’

ফারিয়া ছাত্র আন্দোলনে নিজের ভূমিকা নিয়েও প্রশ্নের সম্মুখীন হন। তিনি জানান, ‘আমি তখন কানাডায় কিছু শো করতে গিয়েছিলাম। ভুল সবসময়ই ভুল। তাই আমার মনে হয়েছে তখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করেছি। আমার সোশ্যাল মিডিয়া ঘাটলে সেটা দেখতে পাবেন।’

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com