আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক :-
মেক্সিকোতে বসছে ‘মিস ইউনিভার্স-২০২৪’। এ বছর সৌন্দর্য প্রতিযোগিতার এই প্লাটফর্মে ভারতের প্রতিনিধি হিসেবে দেখা যাবে ১৮ বছর বয়সী রিয়া সিংহকে।
রবিবার ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’র মুকুট জয় করলেন রিয়া। এদিন রাজস্থানের জয়পুরে গ্র্যান্ড ফিনালেতে গুজরাটের এই সুন্দরীর নাম ঘোষণা করা হয়।
মিস ইউনিভার্স ইন্ডিয়ার শিরোপা জয়ে উচ্ছ্বসিত রিয়া। আবেগপ্রবণ হয়ে এদিন তিনি বলেছেন, ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর খেতাব জয় করে আমি খুবই কৃতজ্ঞ। এই জায়গায় পৌঁছানোর জন্য আমি অনেকটা পরিশ্রম করেছি। আমি নিজেকে এই জয়ের জন্য যোগ্য বলে মনে করি।’
রিয়া ২০২২ সালে আহমেদাবাদ মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেছেন। তিনি জিএলএস ইউনিভার্সিটি থেকে পারফরমিং আর্টসে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ব্যবসায়ী ব্রিজেশ সিংহের মেয়ে রিয়া। খুব অল্প বয়স থেকেই মডেল হিসেবে কাজ শুরু করেন রিয়া। ১৬ বছর বয়সে ডিভা’স মিস টিন গুজরাট এবং ১৭ বছর বয়সে মিস টিন আর্থ ২০২৩-এর মতো প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং দুটি শিরোপা জয় করেছিলেন।