আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:-
মেজবাউর রহমান সুমনের প্রথম সিনেমা ‘হাওয়া’। আর প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেন এই নির্মাতা। ২০২২ সালে মুক্তির পর দেশ-বিদেশে বেশ প্রশংসিত হয় ‘হাওয়া’। পায় ব্যবসায়িক সফলতাও।
নির্মাতার প্রথম সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন নাজিফা তুষি। দুই বছর পর সুমন আবার ফিরছেন নতুন সিনেমা নিয়ে। সঙ্গে থাকছেন তুষিও।
সিনেমার নাম ‘রইদ’। যা ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল, যেখানে প্রযোজক হিসেবে ছিলেন জয়া আহসান। তবে পরিচালকের সঙ্গে মতের মিল না হওয়ায় এর অনুদান ফেরত দেন জয়া। এখন সিনেমাটির নতুন প্রযোজক বেঙ্গল ক্রিয়েশন্স।
জানা গেছে, ইতোমধ্যেই ‘রইদ’র শুটিং শুরু করেছেন নির্মাতা। শুক্রবার (১৮ অক্টোবর) শ্রীমঙ্গলে সিনেমার একটি লটের শুটিং শেষ হয়েছে। এতে নাজিফা তুষির বিপরীতে আছেন মোস্তাফিজুর নূর ইমরান। তবে এখনই সিনেমার বিষয়ে মুখ খুলতে নারাজ সুমন। শুটিং শেষে করে আনুষ্ঠানিক ঘোষণা দিবেন বলে জানান নির্মাতা।
প্রসঙ্গত, ‘হাওয়া’র শুটিংয়ের জন্য সমুদ্রকে বেছে নিয়েছিলেন নির্মাতা সুনম। সমুদ্রের বুকে মাছ ধরার একটি ট্রলারে বুনেছিলেন রহস্যের জাল। নিজের দ্বিতীয় সিনেমার জন্য বেছে নিয়েছেন পাহাড়। ধারণা করা হচ্ছে, পাহাড়ি রহস্যে ‘রইদ’র গল্প সাজাবেন মেজবাউর রহমান সুমন।