আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৬ অপরাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ বানিজ্য;-
তিন দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২০ শতাংশ শুল্কায়নের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে প্রতিবেশী দেশটি থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। এদিন সন্ধ্যা পৌনে ৬টায় ভারতীয় ৪টি ট্রাকে করে ১২৩ টন পেঁয়াজ হিলি স্থলবন্দরে প্রবেশ করে।
হিলি স্থলবন্দরের মেসার্স শওকত ট্রেডার্স, মেসার্স সুমাইয়া এন্টারপ্রাইজ ও মেসার্স বি কে ট্রেডার্স নামের ৩টি আমদানিকারক প্রতিষ্ঠান এসব পেঁয়াজ আমদানি করেছে বলে বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।এদিকে কম শুল্কে পেঁয়াজ আমদানি করায় মঙ্গলবার হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেড চত্বরে পাইকারিতে সর্বোচ্চ ৮৪ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। এর ফলে স্থানীয় খুচরা বাজারেও পেঁয়াজের দামে প্রভাব পড়বে মনে করছেন স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ীরা।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্কায়ন কমিয়ে ২০ শতাংশ এবং সর্বনিম্ন রপ্তানি মূল্য ৫৫০ ডলার থেকে কমিয়ে ৪০৫ ডলার নির্ধারণ করে। কিন্তু ভারতীয় সার্ভারে সেটি যুক্ত না হওয়ায় গত ৪ দিন বন্ধ ছিল পেঁয়াজ আমদানি। ব্যবসায়ীরা জানান, ভারত পেঁয়াজ রপ্তানিতে শর্ত শিথিল করায় কেজিতে অন্তত ১৫-২০ টাকা দাম কমে আসবে।