আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০১ অপরাহ্ন

Logo
৩ নির্মাণ শ্রমিক নিহত খুলনায় ভবন থেকে পড়ে

৩ নির্মাণ শ্রমিক নিহত খুলনায় ভবন থেকে পড়ে

আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক:-

নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর বয়রায় এলাকায় এ ঘটনা ঘটে।বিজ্ঞাপনমৃত শ্রমিকরা হলেন- আশরাফুল, মামুন ও রাব্বি। তবে তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।সোনারাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে ওই নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় অসাবধানতাবসত আশরাফুল, মামুন ও রাব্বি ছাদ থেকে পড়ে যান। তাৎক্ষণিক সহকর্মীরা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন।বিজ্ঞাপনসেখানে চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com