আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন

Logo
বরিশালে খামারে মিলল স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ

বরিশালে খামারে মিলল স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ

ডেস্ক নিউজ :-

বরিশালের হিজলায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, থানা পুলিশের সদস্যরা বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন।

মৃত জুনায়েদ (১২) হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের তালতলা গ্রামের বাসিন্দা ও মৌলভির হাটের ব্যবসায়ী মো. নজরুল মালের ছেলে। পাশাপাশি সে স্থানীয় ডা. খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

এদিকে বুধবার (১৩ নভেম্বর) মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে নিজস্ব মুরগির খামার থেকে ওই স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত জুনায়েদের বাবা নজরুল মাল জানান, মঙ্গলবার রাত ৮ টার সময় জুনায়েদ ভাত খেয়ে ঘর থেকে বের হয়। আসতে দেরি হওয়াতে রাত আনুমানিক সাড়ে ৯টার সময় তার মা খুঁজতে শুরু করেন। খুঁজতে খুঁজতে বাড়ির সামনের তাদের নিজস্ব মুরগির খামারে গেলে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তার ডাক-চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে যায়।

নজরুল মালের দাবি, ছেলের মরদেহ ঝুলন্ত অবস্থায় থাকলেও হাঁটু পর্যন্ত পা মাটির সঙ্গেই ছিল। আর এতে নিশ্চিত যে জুনায়েদকে কেউ মেরে গলায় তোয়ালে পেঁচিয়ে ঝুলিয়ে রেখেছে। তিনি বলেন, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ হাঁটু পর্যন্ত পা মাটিতে রেখে কেউ আত্মহত্যা করতে পারে না।

এদিকে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে রাতেই জুনায়েদের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি এখন পর্যন্ত কোনো ক্লু পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com