আজ সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (১২ জানুয়ারি) দুপুরে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে লিফলেট বিতরণ শেষে এ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
এর আগে একপক্ষ শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে লিফলেট বিতরণ শুরু করে পিরোজপুর শহরে আসে। অন্য পক্ষ শহরের শহীদ মিনার চত্বর থেকে লিফলেট বিতরণ শুরু করে টাউন ক্লাবের সামনে আসে।
লিফলেট বিতরণ শেষে দুই পক্ষ টাউন ক্লাব মাঠে একত্রিত হলে তাদের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। পরে সেখানে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।