আজ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন

Logo
রাজনীতি করা সহজ-আমলার কাজ করা কঠিন: জাকির আহমেদ খান

রাজনীতি করা সহজ-আমলার কাজ করা কঠিন: জাকির আহমেদ খান

পিরোজপুর সংবাদদাতা:-

পিকেএসএফ চেয়ারম্যান ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান বলেছেন, ব্যুরোক্রেসিতে কাজ করা ভেরি ডিফিকাল্ট থিং। রাজনীতি করা সহজ কিন্তু আমলার কাজ করা কঠিন। এখানে অনেক চিন্তা ভাবনা করতে হয়। সরকারি কর্মকর্তারা সাসপেন্ডও হতে চায়না ; প্রমোশনও চায়, চাকরি ও করতে চায় আবার খারাপ পোস্টিং ও পেতে চায়না।

জাকির আহমেদ খান বলেন, আমি কোন দিন ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম না, সরাসরি সেক্রেটারি। আমি আওয়ামী লীগ সরকারের সাথে, বিএনপি সরকারের সাথে ও তত্ত্বাবধায়ক সরকারের সাথে সমানতালে কাজে করছি। আমাকে অনেকেই বলতো এই লোকটা সবার সাথে কিভাবে কাজ করতেছে। শেখ হাসিনা আমাকে  যেভাবে জানতেন; খালেদা জিয়াও সেভাবে জানতেন। সাইফুর রহমান আমাকে স্নেহ করতেন এবং শাহ এম এস কিবরিয়া আমাকে স্নেহ করতেন।

জাকির আহমেদ খান সাংবাদিকদের কাছে পিরোজপুরের রাস্তাঘাটের খারাপ অবস্থার বিষয়ে সংবাদপত্রে তুলে ধরতে পরামর্শ দেন। মফস্বলের দুর্দশার কথা পত্রিকায় তুলে ধরুন এ পরামর্শ দিয়ে তিনি বলেন, এলাকার মানুষ এগুলো জানতে চায়।

 শনিবার (২১ ডিসেম্বর) রাতে প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসময় সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ প্রতিনিধি এডভোকেট এস এম রেজাউল ইসলাম শামিম।

 এছাড়াও বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক  (আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেন। পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম, সাবেক সভাপতি গৌতম নারায়ন রায় চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন, সাবেক সভাপতি এম এ রব্বানী ফিরোজ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু ও আরিফ মোস্তফা।

মতবিনিময় সভা সঞ্চালন করেন পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, যমুনা টিভি ও বাংলাদেশ প্রতিদিন এর পিরোজপুর জেলা প্রতিনিধি এস এম তানভীর আহমেদ।

উল্লেখ্য, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের বাড়ি পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে। তিনি বিশ্বব্যাংকের বাংলাদেশ, ভুটান, ভারত ও শ্রীলঙ্কা অঞ্চলের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও অর্ভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com