আজ শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি:-
পটুয়াখালী মির্জাগঞ্জে দৈনিক কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি গোলাম ফারুক মুন্সির গরুর ফার্মে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
গরুর খাবারে পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ায় সমগ্র খাবার পুড়ে ছাই হয়ে যায়। এতে দুই লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী সাংবাদিক ও তাঁর পরিবারের।
ঘটনাটি ঘটে বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। এ বিষয় এলাকায় চরম উত্তেজনা ও অসহিষ্ণুকর পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা জানান, এরকম ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। যেখানে গরুর খাবারে আগুন দিতে পারে সেখানে সাধারণ মানুষের ঘরে আগুন দেওয়া এ সকল সন্ত্রাসীদের কাছে মামুলি ব্যাপার।
ফার্মের পাশে বাসা এরকম মোঃ নজরুল হাওলাদার ও ফারুক জোমাদ্দার সহ কয়েকজন জানান,যারা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে তাঁরা দূরের কেউ নয়। এদেরকে দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পুলিশ ও যৌথবাহিনীর সহায়তা কামনা করি।
খবর পেয়ে মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার ঘটনা স্থল পরিদর্শন করেন এবং যারা এ ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে তাদেরকে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার ব্যাপারে আশ্বস্ত করেন। দুর্বৃত্তদের শক্তভাবে প্রতিহত করবেন বলে তিনি জানান।