আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন
ডেস্ক নিউজ :-
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে ভোলার লালমোহনে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে পৃথক অভিযানে ৫২ জেলেকে আটক করা হয়েছে।
এদের মধ্যে ৯ জনকে পাঁচদিন করে কারাদণ্ড এবং ৩৩ জনকে পাঁচ হাজার টাকা করে মোট এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি ১০ জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার দিবাগত রাত থেকে সোমবার (২৮ অক্টোবর) সকাল পর্যন্ত পৃথক পাঁচ অভিযানে এসব জেলেদের আটক করা হয়।
এছাড়া ৩৫ হাজার মিটার কারেন্ট জাল, ৭০ কেজি ইলিশ ও ৮টি নৌকা জব্দ করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এ তথ্য নিশ্চিত করে বলেন, ইলিশের প্রধান প্রজনন সময়ে মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ও পুলিশের সমন্বয়ে পাঁচটি টিম অভিযান চালিয়ে, জাল ও ট্রলারসহ ৫২ জেলেকে আটক করে। পরে তিনটি ভ্রাম্যমাণ আদালতে আটকদের জেল-জরিমানা করা হয়। গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, সংরক্ষণ ও মজুদ নিষিদ্ধ রয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রতিদিন অভিযান চলছে।