আজ মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

Logo
News Headline :
জেলাশাসকের সভাপতিত্বে মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত  বড়লেখা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় প্রাঙ্গণের অস্থায়ী স্যানিটারি শেডে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে : ইসি সচিব চলতি বছরের মাঝামাঝি সময়েই জাতীয় নির্বাচন সম্ভব : মির্জা ফখরুল জামায়াতের নিবন্ধন অবৈধ প্রশ্নে ফের আপিল শুনানি ২১ জানুয়ারি কুরআন পোড়ানোর প্রতিবাদে ববিতে মানববন্ধন কটিয়াদীতে সরিষার বাম্পার ফলন, কৃষকের মূখে তৃপ্তির হাসি পটুয়াখালীতে বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ চুরি, বিএনপি’র ৫০ নেতাকর্মীর নামে মামলা বরিশাল বিভাগের ১৯০ সেতু বাতিল ভারতে যাওয়ার সময় বেনাপোলে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার
ভোলায় পূবালী ব্যাংক কর্মকর্তার স্ত্রীর আত্মহত্যা

ভোলায় পূবালী ব্যাংক কর্মকর্তার স্ত্রীর আত্মহত্যা

গাজী তাহের লিটন, ভোলা প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে স্বামীর সঙ্গে অভিমান করে শিশু সন্তানকে ঘুম পাড়িয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন নুসরাত জাহান হাফছা (২৩) নামের এক গৃহবধূ। রোববার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার পৌর ৪নং ওয়ার্ডের আলী শাহ বাড়িতে এ ঘটনা ঘটে। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

হাফছা ওই বাড়ির মো. মামুন মিয়ার স্ত্রী এবং এক সন্তানের জননী। মামুন পেশায় একজন ব্যাংক কর্মকর্তা। তিনি ঢাকায় পূবালী ব্যাংকে চাকরি করেন। তার শশুর পেশায় একজন ব্যবসায়ী। চরফ্যাশন বাজারে তার গার্মেন্টসের দোকান রয়েছে। হাফছার মৃত্যুতে তার পরিবারের কোনো অভিযোগ নেই।

মৃত হাফছার খালাতো ভাই তাইজুল ইসলাম তানজিদ এবং চরফ্যাশন থানার পুলিশ সূত্রে জানা যায়, ব্যাংক কর্মকর্তা মামুনের সঙ্গে হাফছার বিয়ে হয়েছে ৫ বছর আগে। তাদের ৩ বছর বয়সী একটা ছেলে রয়েছে। বিয়ের কয়েকবছর তাদের সাংসারিক জীবন সুখের হলেও পরবর্তীতে সাংসারিক জীবনে অশান্তির সৃষ্টি হয়। ঘটনার দিন রাতে হাফছা বাড়িতে একা ছিল। তার শাশুড়ী ননদের বাড়ি ভোলায় ছিলেন। হাফছা ফাঁস নেওয়ার আগে তার স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা বলেন। কথার একপর্যায়ে স্বামীর সঙ্গে তার তর্কবিতর্কের সৃষ্টি হয়। এরপর মুঠোফোনের লাইন কেটে দিয়ে শিশু বাচ্চাকে ঘুম পাড়িয়ে তার পাশেই সিলিংফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে হাফছা আত্মহত্যা করে।

রাত সাড়ে ১১টার দিকে শশুর সালাউদ্দিন বাজার থেকে বাড়িতে গিয়ে দেখেন ঘরের সমস্ত দরজা-জানালা বন্ধ। এরপর তিনি একাধিকবার ডাক-চিৎকার করার পরেও হাফছার কোনো সাড়াশব্দ পাননি। বাধ্য হয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, হাফছা গলায় ফাঁস লাগিয়ে সিলিংফ্যানের সঙ্গে ঝুলে আছে।

চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুর ইসলাম বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। সেই প্রতিবেদন অনুযায়ী ধারণা করা যাচ্ছে, এটি আত্মহত্যা। স্বামীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন মর্মে আমরা জানতে পেরেছি। তবে, তার মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হাফছার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com