আজ রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
গাজী তাহের লিটন
ভোলায় আব্দুল বারেক নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছেন র্যাব-৮ এর সদস্যরা। বুধবার সকালে শশীভূষণ থানার উত্তর চরমঙ্গল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল বারেক ওই এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি বলেন, গ্রেফতারকৃত আব্দুল বারেকের বিরুদ্ধে শশীভূষণ থানায় একটি ধর্ষণ মামলা ছিল। ওই মামলার পর থেকে তিনি পালিয়ে থাকতে শুরু করেন। তবে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে বুধবার সকালে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আব্দুল বারেককে শশীভূষণ থানায় হস্তান্তর করা হয়েছে।