আজ শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন

Logo
News Headline :
২৫ কুড়িগ্রাম-১ আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম  পিরোজপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুটি ঘর পুড়ে ছাই, ১৫ লক্ষ টাকার ক্ষতি ভূরুঙ্গামারীতে সেতুর পাটাতন ভেঙে আটকে গেছে ট্রাক, যান চলাচল বন্ধ মাতৃভাষা দিবসের ছুটিতে লক্ষাধিক পর্যটকের ভিরে কুয়াকাটা। নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি নাহিদ, সম্পাদক রিজভী নির্বাচিত খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন : জয়নুল আবেদীন ভাষার জন্য রক্ত দেওয়ার অহংকার আলফাডাঙ্গায় ফ্রি ব্লাড গ্রুপ, ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা ক্যাম্পেইন “লংগদুতে জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “ বোয়ালমারীতে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত
বোরহানউদ্দিনের উপশহর কুঞ্জেরহাটে স্কুল ও কলেজের অমর একুশ উদযাপন

বোরহানউদ্দিনের উপশহর কুঞ্জেরহাটে স্কুল ও কলেজের অমর একুশ উদযাপন

গাজী তাহের লিটন, ভোলা প্রতিনিধি

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রভাতফেরির মাধ্যমে অমর একুশ উদযাপন করে। প্রতিষ্ঠানগুলো হলো: উত্তর চকঢোষ আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কাচিয়া টবগী ইপি কলেজ ও ডিটিএম হাইস্কুল। 

উত্তর চকঢোষ আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে  ছাত্র-শিক্ষক অভিভাবক ও এলাকার বিশিষ্টজনের অংশগ্রহণে বর্ণাঢ্য প্রভাতফেরি উপশহর কুঞ্জের হাট বাজারের প্রতিটি সড়ক প্রদক্ষিণ করে। এসময় সবার কন্ঠে উচ্চারিত হয়, “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি” ঐতিহাসিক গানটি। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে প্রভাতফেরি শেষে বিদ্যালয় মিলানায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন। তিনি বলেন, মাতৃভাষার গুরুত্ব এবং বাংলা ভাষার সঠিক চর্চার প্রতি শিক্ষার্থীদের যত্নবান হতে হবে। আলোচনায় আরো অংশ নেন: সহকারী শিক্ষক মোঃ সফিউল্যাহ, মাহাবুবুর রহমান, পিলন চন্দ্র দে, মনোজ কুমার দে, শেফালী রানী মজুমদার, ইউসুফ শরীফ, লোকনাথ সাহা প্রমূখ। 

এরপর প্রতিযোগিতায় অংশগ্রহণকারি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

কাচিয়া টবগী ইপি কলেজের অধ্যক্ষ মাকসুদুর রহমান শিহাবের নেতৃত্বে শিক্ষার্থীদের একটি প্রভাতফেরি বাজারের সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে কলেজ মিলানায়তনে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ডিটিএম হাইস্কুলের উদ্যোগেও অনুরূপভাবে একটি প্রভাতফেরি উপশহর বাজারের সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর স্কুল মিলানায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন: বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবল চন্দ্র দে, সহকারী প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন, বিশিষ্ট রাজনীতিক সাফিজল হক মাতাব্বর, ডা. গাজী তাহের লিটন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com