আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ :-
পটুয়াখালী বাউফল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাউফল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্য পৌনে ৭ টায় বাউফল থানা মিলনায়তন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সমসাময়িক নানা ঘটনা, মাদকের বিরুদ্ধে অভিযান, সার্বিক আইনশৃংখলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে তুলে ধরে বক্তব্য রাখেন, বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান বাচ্চু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. তোফাজ্জেল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ মো. সোহরাব হোসেন, নির্বাহী সদস্য মোঃ আরেফিন সহিদ ও মো. জলিলুর রহমান, , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান হিরোন, সদস্য এমএ বাশার ও আবু সুফিয়ান প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাউফল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতিকুল ইসলাম। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন মোঃ কামাল হোসেন।