আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ :-
পটুয়াখালীর বাউফলে চতুর্থ শ্রেণি পড়ুয়া এগারো বছরের এক কন্যা শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সাবেক এক বিএনপি নেতার নেতার সর্বোচ্চ শাস্তি, ফাঁসি ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে বাউফল প্রেসক্লাবের সামনে উপজেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থী, এলাকাবাসীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এর আগে, শুক্রবার সাবেক সেনা সদস্য আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বাউফল থানায় মামলা করা হয়। পরে ১৪ অক্টোবর তাকে মদনপুরা ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
যৌন নির্যাতনের ঘটনার মামলার দীর্ঘ সাত দিনে পেরোলেও অভিযুক্ত আনোয়ারকে গ্রেফতার করতে পারেনি বাউফল থানা পুলিশ৷ এ ঘটনার প্রায় ৬ মাস আগে দোকানের আইসক্রিম খাওয়ায় চুরির অপবাদ দিয়ে তিন শিশুকে শিকলে বেঁধে নির্যাতন করেন তিনি। বিষয়টি নিয়ে যমুনা টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে তখনও তিনি শিশু নির্যাতনের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন।
প্রসঙ্গত, বাবার অসুস্থতা জনিত কারণে প্রায়ই নিত্য প্রয়োজনীয় বাজারের জন্য আনোয়ারের দোকানে যেতেন নির্যাতনের শিকার শিশু। অভিযোগ, সুযোগ পেলেই আনোয়ার তাকে যৌন নির্যাতন করতেন। বিষয়টি পরিবারকে না জানাতেও শিশুটিকে ভয়ভীতি দেখাতেন আনোয়ার। সম্প্রতি ভুক্তভোগী শিশু শারিরীক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়৷ তখন ভুক্তভোগী শিশুর যৌন নির্যাতনের বিষয়টি প্রকাশ্যে আসে।