আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ:-
পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দের সাথে শনিবার সন্ধ্যা সাতটায় বাউফল থানা হল রুমে মতবিনিময় সভার আয়োজন করেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি, কিশোর গ্যাং এর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা, সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা প্রদানকালে প্রশাসনের সার্বিক সহযোগিতা, মাদকের বিরুদ্ধে অভিযানসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক দেশ রুপান্তরের বাউফল উপজেলা প্রতিনিধি মোঃ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার বাউফল উপজেলা প্রতিনিধি মোঃ মশিউর রহমান মিলন, দৈনিক গনমুক্তির বাউফল উপজেলা প্রতিনিধি কৃষিবিদ সুইন আহমেদ, যমুনা টিভির বাউফল উপজেলা প্রতিনিধি মোঃ রইসুল ইসলাম ইমন, দৈনিক গণকন্ঠের বাউফল উপজেলা প্রতিনিধি মোঃ ইয়াকুব আলী রুবেল প্রমুখ।
মতবিনিময় সভায় ওসি মোঃ কামাল হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, থানায় দালাল বিহীন ভাবে সকল পর্যায়ের জনগন যাতে সুবিচার পায় তা নিশ্চিত করার জন্য বাউফল থানা পুলিশ বদ্ধপরিকর থাকবে। তিনি সাংবাদিকদের মাধ্যমে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ থেকে বাউফলের জনগণকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। কোন অভিযোগ পেলে তা সরেজমিনে নিরপেক্ষ ভাবে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি মাদক, অস্ত্র ও চাঁদাবাজমুক্ত সমাজ নির্মানে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আতিকুল ইসলাম আতিক ও রিপোর্টার্স ইউনিটির অন্যান্য সদস্য বৃন্দ।