আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

Logo
বাউফলে জলাতঙ্কে আক্রান্ত শিশুর মৃত্যু

বাউফলে জলাতঙ্কে আক্রান্ত শিশুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি:-

পটুয়াখালীর বাউফল উপজেলায় জলাতঙ্কে আক্রান্ত হয়ে ইসমাইল ফরাজী (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২মার্চ) সন্ধ্যায় উপজেলার কালিশুরী ইউনিয়নের কালিশুরী গ্রামে এ ঘটনা ঘটেছে।

ইসমাইল ওই গ্রামের কৃষক মোজাম্মেল ফরাজীর ছেলে ও কালিশুরী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১ মার্চ উপজেলার কাীরশুরী গ্রামের ইসমাইল ফরাজীকে একটি পাগলা কুকুড়ে কামড় দেয়। পরিবারের আর্থিক দৈনতা ও অসচেতনতার কারনে ইসমাইলকে নিয়ে তার পরিবার চিকিৎসকের স্বরণাপন্ন হননি। তারা স্থানীয় ফকির দিয়ে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা করিয়ে ছিলেন। ধীরে ধীরে ইসমাইলের শারীরিক অবস্থান অবনতি হয়। গত শুক্রবার থেকে ইসমাইল অসংলগ্ন আচরণ ও বারবার বমি করতে থাকে। তার মুখ থেকে অনবরত লালা বের হতে থাকে। এক পর্যায়ে শনিবার সন্ধ্যায় শিশু ইসমাইলের মৃত্যু হয় ।

স্থানীয় প্রত্যক্ষদর্শী কালিশুরী বাজারের ব্যবসায়ী ইসতিয়াক আহমেদ মঞ্জু বলেন, শনিবার দুপুরের পর থেকে ইসমাইল স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেলে। তার শরীর নীল হয়ে যায়। কুকুরে কামড় দেওয়ার পর ইসমাইলকে হাসপাতালে না নিয়ে ঝাড়ফুঁক দেওয়া হয়।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদু রউফ বলেন, শিশুটির বাবা ও চাচার ভাষ্য অনুযায়ী মনে হয়েছে জলাতঙ্কে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ওই পরিবারের মধ্যে অসচেতনতার কারনে এমন মর্মান্তিক ঘটনা ঘটলো।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com