আজ মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
এইচ এম বাবলু বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে অপহৃত ব্যবসায়ী শিবু বনিককে (২)দিনেও উত্তর না হওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। রবিবার বেলা এগারোটায় কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কালাইয়া বন্দর মার্চেনপট্রি মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আমিন, অপহৃত ব্যবসায়ী শিবু বনিকের ভাই রতন বনিক ও ব্যবসায়ী অতুল চন্দ্র পাল সহ ব্যবসায়ীরা। পরে ব্যবসায়ীরা শিবু বনিকের দোকানের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কলাইয়া বন্দর প্রদক্ষিন করে। এদিকে অপহরনের ঘটনায় দুই দিন ধরে ধর্মঘটের কারনে দোকানপাট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ।
মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে অপহৃত শিবু বনিককে অক্ষত অবস্থায় উদ্ধার করতে না পারলে আরো কঠোর কর্মসূচি গ্রহনের হুশিয়ারী দেন।
গত শুক্রবার রাত সাড়ে দশটার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় শিবু বণিকের দোকানের দুই কর্মচারীকে বেঁধে ৫ লক্ষ টাকা ও ব্যবসায়ীকে ট্রলারে করে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তের দল।
(সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত)
অপহৃত ব্যবসায়ী শিবানন্দ রায় বনিকের সন্ধানে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। তবে এখনো তার কোনো হদিস পাওয়া যায়নি। ব্যবসায়ীরা বলছেন, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।