আজ শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

Logo
News Headline :
মানববন্ধন করে মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবি ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল  পুলিশের মাসিক কল‍্যান সভায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার মৌলভীবাজারে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড বর্জন করুন দখলদার ইসরায়েলি পণ্য, গ্রহণ করুন দেশীয় পণ্য ববি ছাত্রদল খুবির ভর্তি পরীক্ষায় সুপেয় পানির জন্য “ মুগ্ধ পানি কর্ণার” ২৬ বিশ্বকাপে খেলার ব্যাপারে যা বললেন মেসি গরমে প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবতে পূর্ণিমাকে দেখে আফসোস নেটিজেনদের!
বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা সংসদের নেতৃত্বে শহিদুল-ইনামুল

বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা সংসদের নেতৃত্বে শহিদুল-ইনামুল

ববি প্রতিনিধি 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা সংসদের নবগঠিত কমিটির ভিপি (সহ-সভাপতি) নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের স্নাতকোত্তরের (মাস্টার্সের) শিক্ষার্থী মো. শহিদুল ইসলাম এবং জিএস (সাধারণ সম্পাদক) নির্বাচিত হয়েছেন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইনামুল হক।

বৃহস্পতিবার  (১৭ এপ্রিল) বাংলা বিভাগের শ্রেণীকক্ষে সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিভাগের শিক্ষার্থীরা বাংলা সংসদ নির্বাচনে ভোটপ্রদান করেন৷

বাংলা সংসদ নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ রাকিব, কোষাধ্যক্ষ  চতুর্থ বর্ষের মোঃ আমিনুর রহমান, এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন তৃতীয় বর্ষের সাব্বির হোসেন। 

এছাড়াও মোঃ রোকন হাওলাদার- শিক্ষা বিষয়ক-সম্পাদক, ফাতেমা আক্তার লিজা-  সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক, মোঃ শেখ কামাল সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক,  মোঃ মাঈনুল হক সাংস্কৃতিক সম্পাদক, মোঃ ফজলুল করিম আকন সহ-সাংস্কৃতিক সম্পাদক-১, রাসেল হোসেন সহ-সাংস্কৃতিক সম্পাদক-২, লিখন ফকির- ক্রীড়া সম্পাদক মোঃ সুজন সহ-ক্রীড়া সম্পাদক-১, কামরুল হাসান সহ-ক্রীড়া সম্পাদক-২, তানভীর হোসেন প্রচার সম্পাদক, মো. ওবাইদুর রহমান সহ-প্রচার সম্পাদক ও শেখ মুশফিকুর রহমান সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলে সমিতির সভাপতির দায়িত্ব পালন করবেন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক উন্মেষ রায় । ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে বিকেল সাড়ে তিনটায় ফলাফল ঘোষণা করেন বিভাগের শিক্ষক তাইয়্যেবুন নাহার। ঘোষণাকালে দিকনির্দেশনা ও সার্বিক বিষয়ে বক্তব্য প্রদান করেন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক উন্মেষ রয়।

নব-নির্বাচিত ভিপি মো. শহিদুল ইসলাম বলেন, প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি  বাংলা  বিভাগের সকল শিক্ষার্থীর প্রতি যারা আমার ওপর আস্থা রেখে আমাকে ভিপি হিসেবে নির্বাচিত করেছে। বাংলা বিভাগের চলমান গতিকে আরো বেশি উজ্জীবিত করতে,শিক্ষার্থীদের দাবি পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টাই হবে আমার কাজ। সেই লক্ষ্যে এই সংসদ শিক্ষার্থীদের দাবিসমূহ  বিভাগে উপস্থাপনের মাধ্যমে  শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণ সাধনে চেষ্টা করবে ইনশাআল্লাহ।

নব-নির্বাচিত জিএস ইনামুল হক বলেন, বাংলা বিভাগের চলমান গতিকে আরো বেশি উজ্জীবিত করতে শিক্ষার্থীদের চাওয়াগুলো পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টাই হবে আমার কাজ। আর সেই কাজ যত দ্রুত করা যায় তারই প্রেক্ষিতে কাজ করবে নতুন সংসদ। শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়াগুলো বিভাগে উপস্থাপনের মাধ্যমে পূরণ করতে পারব বলে আশা করি।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com