আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন

Logo
News Headline :
পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দাখিলের পর ঘুষের ১৯ হাজার টাকা ফেরত দিলেন এসআই সাইফুল ইসলাম চরভদ্রাসন উপজেলা  গাজীরটেকে গাছ কাঁটাকে কেন্দ্র করে  বিরধে গৃহবধূকে অমানবিক নির্যাতন ওশীলতাহানী তজুমদ্দিনে শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার বদলগাছীতে বিয়ে কিশোরীর ছাড়াই সন্তান প্রসব এলাকায় তোলপাড়, পরিবারের অভিযোগ ধর্ষণ। ববি ছাত্রলীগ নেতা আবিদ মাদকসহ গ্রেফতার, পাঁচ দিনের কারাদণ্ড বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ববি প্রেস ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন বাজিতপুরে মামলা তুলে আনার জন্য বাদীকে হুমকির অভিযোগ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা অনুদান :- ধর্ম মন্ত্রণালয় জোর করে নারীকে বোরকা পরাবো না: জামায়াতে আমির ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে পোড়ানো হচ্ছিল নারীর মাথাবিহীন মরদেহ
বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ববি প্রেস ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন

বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ববি প্রেস ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন

ববি প্রতিনিধি

বরিশাল প্রেস ক্লাবের দ্বিবার্ষিক (২৪ ডিসেম্বর) নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রেস ক্লাব।

বুধবার (২৫ ডিসেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এক যৌথ বিবৃতিতে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বরিশাল প্রেস ক্লাবের সভাপতি হিসেবে আমিনুল ইসলাম খসরু এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা সকল সদস্যের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সাংবাদিকদের স্বার্থ সুরক্ষার কাজ অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ও বরিশাল প্রেস ক্লাব এর মধ্যকার সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে ববি প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত কমিটির অন্যরা হলের- সহ-সভাপতি পদে জাকির হোসেন ও মো. হুমায়ুন কবির নির্বাচিত হয়েছেন। অপরদিকে সহ-সাধারণ সম্পাদক পদে এম মোফাজ্জেল, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক মো. আরিফিন তুষার, ক্রীড়া সম্পাদক পদে মো. রুবেল খান নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে এম জহির, কমল সেনগুপ্ত, মো. আব্দুর রাজ্জাক ভূইয়া, পুলক চ্যাটার্জি, সুমন চৌধুরি, মঈনুল ইসলাম সবুজ ও শাহিন হাসান।

উল্লেখ্য, বরিশাল প্রেস ক্লাবের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে দুটি প্যানেলে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে প্রতিদ্বন্দ্বী না থাকায় কোষাধ্যক্ষ পদে সুখেন্দু এদবর, পাঠাগার সম্পাদক পদে কে এম নয়ন এবং দপ্তর সম্পাদক পদে নাছির উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান মিরণ। এছাড়াও নির্বাচন কমিশনার ছিলেন দেবাশীষ চক্রবর্তী ও নাসিমুল হক।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com