আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
নিজেস্ব প্রতিবেদক
ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশাল জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ই এপ্রিল সোমবার গৌরনদীর সরকারী কলেজ মসজিদ চত্বর থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদিক্ষণ কর বাস স্ট্যান্ড মসজিদের সামনে এসে শেষ হয়।
গৌরনদী উপজেলা আমীর ও জেলা মজলিসে শূরার সদস্য মাওলানা আল আমিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি বায়জিদ শরিফের সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা নায়েবে আমীর অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও বরিশাল ১ আসনের নমিনী মাওলানা কামরুল ইসলাম খান,
বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি অধ্যাপক সাইফুল ইসলাম চোকদার, অধ্যাপক মাওলানা জাকির হোসাইন, আগৈলঝাড়া উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আলা উদ্দিন মিয়া, খিলাফত আন্দোলনের আহবায়ক মাওলানা ওসামা, ইসলামী আন্দোলন নেতা সাব্বির আহমদ, জামায়াতের গৌরনদী উপজেলা কর্মপরিষদ সদস্য রুহুল আমীন সবুজ প্রমুখ।