আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ :-
বরিশাল নগরীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সঙ্গে ছিলেন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র ও পুলিশের একটি টিম।
অভিযানে সদর রোডের মোহনা জেনারেল স্টোরকে ৩৫ হাজার টাকা, বিসিক শিল্প নগরীর আরব বেকারিকে ১৫ হাজার টাকা ও এআর ফুডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি রোধে এ অভিযান চালানো হয়েছে এবং এ ধরনের অভিযান চলবে। স্থানীয়দের অভিযোগ জানাতে উৎসাহিত করা হয়েছে।