আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ :-
ডাকাতির প্রস্তুতিকালে জেলার গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদিসহ সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, রোববার দিবাগত রাত সোয়া তিনটার দিকে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার পূর্ব গরঙ্গল গ্রামের মৃত সোনামদ্দিন খানের ছেলে কালাম খান (৪৫), আনোয়ার বেপারীর ছেলে আকাশ বেপারী (২৫), নাজিরপুর শংকরপাশা গ্রামের সামসুল হক ফকিরের ছেলে উজ্জ্বল ফকির (৩৫), কুতুবপুর গ্রামের মৃত ইউনুস খানের ছেলে ফয়সাল খান (২৭), ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার সেমন্তঘর এলাকার জহর হক মিয়ার ছেলে রুবেল মিয়া (২৬), উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের মৃত শরীফ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৫), বরিশাল বিমানবন্দর থানার নথুল্লাবাদ এলাকার মৃত ছলেমান খানের ছেলে টিপু খান টুকু (৪০)।