আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ :-
বরিশালের বানারীপাড়ায় ঐতিহ্যবাহী খলিশাকোটা হাই স্কুলের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে রহস্যজনক চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ চুরি সংঘটিত হয়। এসময় দুর্বৃত্তরা ১৩টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়।
জানা গেছে,মঙ্গলবার গভীর রাতে উপজেলার খলিশাকোটা হাই স্কুলের নিচতলা ও দ্বিতীয় তলার দুটি কলাপসিবল গেট ও ডিজিটাল কম্পিউটার ল্যাবের কক্ষের মোট তিনটি তালা ভেঙে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রবেশ করে প্রায় ১০ লক্ষাধিক টাকা মূল্যের ১৩টি আধুনিক ল্যাপটপ নিয়ে যায়। স্কুলের দ্বিতীয় তলায় কম্পিউটার ল্যাবের পাশের কক্ষে বিদ্যালয়ের নৈশপ্রহরী তাইজুল ইসলাম ঘুমানো ছিলেন।
বুধবার (৩০ অক্টোবর) ভোর ৬টার দিকে তিনি বের হতে চাইলে কক্ষের বাহির থেকে দরজার আটকানো দেখতে পান। এসময় তিনি জানালা থেকে পাশের প্রাইমারী স্কুলের নৈশপ্রহরী কামালকে ডেকে তার মাধ্যমে দরজা খুলে বের হয়ে মুঠোফোনে চুরির বিষয়টি প্রধান শিক্ষককে জানান। খবর পেয়ে খলিশাকোটা হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ডা. অন্তরা হালদার,থানার ওসি মো. মোস্তফা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদ চৌধুরী,কমিটির অভিভাবক সদস্য লতিফ মীর প্রমুখ ঘটনাস্থলে যান।
এসময় ইউএনও ডা. অন্তরা হালদার নৈশপ্রহরীকে শোকজ ও চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিতে প্রধান শিক্ষককে নির্দেশ দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদ চৌধুরী জানান,বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তিনি এ ব্যপারে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওই ল্যাবের ১৭ টি ল্যাপটপের মধ্যে চারটি অফিসিয়াল কাজে শিক্ষকদের রুমে থাকায় ১৩ টি চুরি হয়েছে।
এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন,পাশের কক্ষে নৈশপ্রহরী ঘুমিয়ে থাকবে আর ডিজিটাল কম্পিউটার ল্যাবে চুরি সংঘটিত হবে তিনি টের পাবেন না এটা সন্দেহজনক। তাকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও খলিশাকোটা হাই স্কুলের সভাপতি ডা. অন্তরা হালদার জানান, নৈশপ্রহরীকে শোকজ ও থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’