আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :–
বরিশালে সরকার বিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড করার দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে নগরীর বাংলাবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নগরীর বাংলাবাজার এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে জাকির হোসেন ডলার ও কাঠালিয়া উপজেলার সোবাহান হাওলাদারের ছেলে নাজমুল হাসান সুমন। এরা দুজনেই সাবেক ছাত্রলীগের সদস্য।
বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
তিনি বলেন, সরকার বিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড করার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।