আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ :-
বরগুনায় মাদক ব্যবসায়ীদের হামলায় এটিএন নিউজের বরগুনা সংবাদদাতা মাসুম বিল্লাহ গুরুতর আহত হয়েছেন। মাদক মামলায় বিভিন্ন সময়ে হাজতে থাকা বরগুনা শহরের কাঠপট্টি এলাকার বিনয় চন্দ্র সরকারের ছেলে শিশির চন্দ্র সরকার ও তার ভাই তপু সরকারের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় এ হামলা করা হয়।
শুক্রবার সন্ধ্যায় তার উপর দফায় দফায় হামলার পরে বরগুনা প্রেসক্লাবে তাকে উদ্ধার করতে আসে বরগুনা থানা পুলিশ। পুলিশের সামনেও তার উপর হামলা করে তপু ও শিশির। এরপর পুলিশের প্রিজন ভ্যানে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে- শুক্রবার সন্ধ্যায় বরগুনা পৌরমার্কেটে গনঅধিকার ফোরামের একটি অনুষ্ঠানে সংবাদ সংগ্রহের জন্য আমন্ত্রণ জানানো হয় এটিএন বাংলার বরগুনা সংবাদদাতা মাসুম বিল্লাহকে। ওই অনুষ্ঠান চলাকালে অনুষ্ঠানকে বাধাগ্রস্থ করার চেষ্টা করে মাদক ব্যবসায়ী ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী শিশির সরকার। এ সময় মাসুম বিল্লাহ ভিডিও করা শুরু করলে তার উপর চড়াও হয় শিশির। এরপর গনঅধিকার ফোরামের নেতৃবৃন্দের সাথে শিশিরের হাতাহাতি হয়। কিছুক্ষণ পরে শিশির ও তার বড় ভাই তপু সরকারের নেতৃত্বে একদল সন্ত্রাসী এসে মাসুমের উপর দফায় দফায় হামলা চালিয়ে মাসুমকে রক্তাক্ত জখম করে। এরপর মাসুমকে কয়েকজন মিলে প্রেসক্লাবে নিয়ে আসার পরে প্রেসক্লাবের সামনে পুলিশ তাকে উদ্ধার করতে আসে। পুলিশের সামনেও তার উপর হামলা করে তপু ও শিশির। পরে পুলিশ তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, গনঅধিকার ফোরামের একটি অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পাওয়ার পরে ব্যবস্থা গ্রহণ করা হবে।