আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২২ অপরাহ্ন

Logo
ববির নতুন ট্রেজারার প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ

ববির নতুন ট্রেজারার প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ

তানজিদ শাহ জালাল ইমন ,ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৌলিক বিজ্ঞান বিভাগ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ এর ১২(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হলো। ট্রেজারার হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর হবে, উপর্যুক্ত পদে তিনি অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন; এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য, এর আগে অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামালকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হলে শিক্ষার্থীদের তোপের মুখে যোগদান না করেই ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে তার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও আলটিমেটাম দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com