আজ শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গ্রেড ১১ থেকে ২০ পেশাজীবীদের আহ্বানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) বরিশালের ব্লাক কুইন রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী,ক্রিয়াশীল সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয়(বাআবিকফ) এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ শাহাজাদা খান বলেন, রমজানের মাস তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ সময়। এইমাসে সবারই ব্রত হোক ভ্রাতৃত্বের ও মানবতার। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক।
ইফতার মাহফিলের আলোচনা সভায় শেখ ফরিদুল ইসলামের সঞ্চলনায় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সূরাসদস্য আনোয়ার হোসেন মঞ্জু, ইসলামী ছাত্র আন্দোলনের বর্তমান সভাপতি হাসিবুল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাকিব, বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম টিটু, বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম মিঠু।এছাড়া উপস্থিত ছিলেন কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সুধীবৃন্দ।