আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন

Logo
পিরোজপুরে ২ রোহিঙ্গা যুবক গ্রেফতার

পিরোজপুরে ২ রোহিঙ্গা যুবক গ্রেফতার

 পি‌রোজপুর প্রতিনিধি :

পিরোজপু‌রের না‌জিরপুর উপজেলায় দুই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে না‌জিরপুর থানা পুলিশ। 

র‌বিবার (২২ ডিসেম্বর) রাতে না‌জিরপুর থানা পু‌লিশের এস আই স‌রোয়ার হো‌সেন গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে উপ‌জেলার না‌জিরপুর – ঢাকা মহাসড়‌কের চিথ‌লিয়া এলাকা থেকে তাদের আটক ক‌রেন। 

 গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া উপজেলার জি-ক্যাম্প ১৪ ট্যাংকখালী হাকিম পাড়া এলাকার আনোয়ার আলীর পুত্র রোহিঙ্গা মনির আলম (৪০) এবং একই ক‌্যা‌ম্পের জাহিদ হোসেনের পুত্র মো. শ‌ফিক (২১)। 

রাত ৮ টার দি‌কে না‌জিরপুর থানায় প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলার অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। 

এসময় তি‌নি ব‌লেন,  এরা কি উদ্দেশ্যে আসছে বা কারা এনেছে সে বিষয় এখনও নি‌শ্চিত করা যা‌চ্ছে না  ত‌বে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কা‌দের মাধ‌্যমে এখা‌নে এসে‌ছে এবং কেন আস‌ছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com