আজ শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

Logo
News Headline :
সবজির দাম বেড়েছে, সংকট সয়াবিনের চাঁদপুরে আগুনে পুড়ে ছাই ১৭ দোকান, ব্যবসায়ীদের আহাজারি যৌক্তিক সংস্কার ছাড়া নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হবে:-ফয়জুল করীম গোপনে ঢাকামুখী হচ্ছেন আ. লীগের নেতাকর্মীরা, ফের অস্থিরতার আশঙ্কা! হেফাজতের দাবি ‘মঙ্গল’ নয়, নাম হোক ‘আনন্দ শোভাযাত্রা’ আদমপুরে অবৈধ ভাবে বালু পরিবহন করায় একজনের বিনাশ্রম কারাদণ্ড, আরেকজনকে ২ লাখ টাকা জরিমানা আইনজীবী সুজন মিয়া হত্যার মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫ রেকর্ড গড়েই জয় পেল বাংলাদেশ সরকারে এলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: মির্জা ফখরুল যশোরে ছাত্রীদের শোবার ঘরে সিসি ক্যামেরা, মাদ্রাসা শিক্ষকের কক্ষে মিললো মনিটর
পিরোজপুরে রিকের উদ্যোগ প্রবীণদের স্বাস্থ্য অধিকার বিষয়ে আলোচনা সভা

পিরোজপুরে রিকের উদ্যোগ প্রবীণদের স্বাস্থ্য অধিকার বিষয়ে আলোচনা সভা

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে বেসরকারি সংস্থা রিক সর্বজনীন স্বাস্থ্য দিবস ও প্রবীণদের স্বাস্থ্য অধিকার বিষয়ে দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর ISIGOP প্রকল্পের আওতায় পিরোজপুর সদর উপজেলা হলরুমে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। 

এতে সভাপতিত্ব করে আঞ্চলিক সমন্বয়কারী ফারুক রহমান ও সঞ্চালন করে প্রকল্প সমন্বয়কারী মইনুল আহসান মুন্না।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার মো. মতিউর রহমান, আরএমও ডা. মো. নিজামউদ্দিন, সমবায় অফিসার কামরুন্নেছা সিথী ও পরিবেশ উপ পরিচালক নিখিল চন্দ্র।

 এছাড়াও বক্তব্য রাখে কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম ফিরোজ খান, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, উদীচী শিল্পী গোষ্ঠির জেলা সভাপতি খালিদ আবু, জলবায়ু এ্যাডভোকেসি ফোরামের নেতা আফজাল হুসাইন লাভলু, প্রবীণ নেতা হাবিবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন প্রবীণদের সর্বক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া উচিত এবং বৃদ্ধাশ্রম নামক জিনিসটা সমাজ থেকে উঠিয়ে দিতে হবে। এছাড়াও প্রত্যেকটা সেক্টরে প্রবীনদের জন্য আলাদা বুথ থাকা দরকার।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রথমে প্রবীণ নারী পুরুষ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এছাড়াও শিল্পী টারজান, আলীম ও স্মৃতি বড়াল সংগীত পরিবেশন করে। এ অনুষ্ঠান সঞ্চালন কর শুভজিত মন্ডল ও নিনা খানম।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com