আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ :-
পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর যুবদলের প্রভাবশালী নেতা আবু মাস্টার ও তার দলবলের বিরুদ্ধে প্রবাসির প্রায় অর্ধ কোটি টাকা মূলের দোকান ঘর দখলের অভিযোগ পাওয়া গেছে। ওই দোকান ঘর দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় ভূক্তভোগী পরিবারের সদস্যরা পৌর শহরের আরামবাগ একটি বাসায় শনিবার (১৯ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে সৌদি প্রবাসি মামুন জমাদ্দারের স্ত্রী কানিজ ফাতিমা (মিশু) বলেন, মঠবাড়িয়া পৌরসভাস্থ দক্ষিন মিঠাখালী ০৩নং ওয়ার্ডে মৌজা- দক্ষিন মিঠাখালী জেএল নং-৩৭ এস এ খতিয়ান নং-৯১৬ এসএ দাগ- ৩৪,৩৫ এর ১৭৬ নং হোল্ডিং নম্বর বাড়িটি তার শ^শুরের ক্রয়কৃত। ওই বাড়িতে এক যুগের বেশী সময় ধরে তিনি সন্তানাদি নিয়ে বসবাস করেন। এছাড়া ওই হোল্ডিংয়ের সামনে সরকারি ওয়াপদার ঢালে চার সাটার বিশিষ্ট একটি সেমিপাঁকা দোকান ঘর তুলে ভাড়া দিয়ে আসছিলেন।
গত ০৫ আগস্ট‘২৪ হাসিনা সরকার পতনের পরের দিন একই এলাকার বাসিন্দা আব্দুল আজিজ হাওলাদার এর ছেলে কামাল হোসেন ও পৌর পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক স্থানীয় প্রভাবশালী নেতা আবু মাস্টার তাদের দলবল নিয়ে জোর পূর্বক জবর দখল করে নেয়। বর্তমানে কামাল হোসেন ওই দোকান ঘরে দখলে ব্যবসা পরিচালনা করছেন। এ ঘটনায় স্থানীয় সেনা ক্যাম্পে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পান নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রবাসি মামুনের বোনাই জাহাঙ্গীর আলম তুহিন, বড় ভাবী রাজিয়া বেগমসহ ভূক্তভোগী পরিবারের বিভিন্ন সদস্য বৃন্দ।
এ ব্যাপারে পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নেতা আবু মাস্টার বলেন, ওই সম্পত্তি আমাদের পৈত্রিক রেকর্ডিও। আমাদের অংশটুকু আমরা দখলে নিয়েছি।