আজ বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

Logo
News Headline :
পিরোজপুরে মোটরসাইকেল চালককে হত্যার অভিযোগে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড  কুলাউডায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধে কাজ করতে দিচ্ছে না বিএসএফ শ্রীমঙ্গলের আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  মৌলভীবাজারের অনুষ্টিত হতে যাচ্ছে এডুকেশন এক্সপো ২০২৫  ৩ জন শিক্ষক ও ৭ জন শিক্ষার্থী নিয়ে চলছে বিদ্যালয়ের কার্যক্রম  মাদ্রাসার সরকারি বই বিক্রির সময় স্থানীয়দের হাতে জব্দ  স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মাণে অনিয়মের অভিযোগে প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা মঠবাড়িয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান রোদে পুড়ে যাওয়া ত্বকের যত্ন বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল শেখ হাসিনার দেশত্যাগ: রুমিন ফারহানা
পিরোজপুরে মোটরসাইকেল চালককে হত্যার অভিযোগে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড 

পিরোজপুরে মোটরসাইকেল চালককে হত্যার অভিযোগে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড 

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ার এক যুবককে হত্যার অভিযোগে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পিরোজপুর আদালত। 

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এ রায় প্রদান করেন। এছাড়া আদালত তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

‎পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের খান জাহান আলীর ছেলে এমদাদুল ফরাজি (৩০) হত্যা মামলায় এ রায় দেওয়া হয়। 

‎দণ্ডপ্রাপ্ত মো. হাসান হাওলাদার (৩৫) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের মজিদ হাওলাদারের পুত্র ও প্রিন্স মোল্লা (৪২) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ঘোনাপাড়া গ্রামের সিরাজুল ইসলামে পুত্র।

‎মামলা এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সানের ৩ মার্চ জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের যুবক এমদাদুল ফরাজীর ভাড়ায় চালিত মোটরসাইকলে করে আসামীরা সাফা বন্দর এলাকা থেকে তাকে ভাড়া করে চরখালী এলাকায় নিয়ে আসে। সেখানে থেকে আসামীরা মোটরসাইকেল যোগে ভান্ডারিয়ার-মঠবাড়িয়া সড়কের দারুল হুদা মাদ্রাসা এলাকায় মোটরসাইকেল চালক এমদাদুল ফরাজীকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করলে নিহত এমদাদুল ফরাজীর পিতা খান জাহান আলী ভান্ডারিয়া থানায় আসামির নামীয় করে ২০০৮ সালের ৪ মার্চ ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা করেন। পরে তদন্তকারী কর্মকর্তা ভান্ডারিয়া থানার এসআই আলাউদ্দিন আসামির অভিযুক্ত করে আদালতে একই বছরের ২৫ এপ্রিল অভিযোগপত্র দাখিল করেন।

‎রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওয়াহিদ হাসান বাবু বলেন, আদালতে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে পারায় আদালতের বিচারক আসামিদের অভিযুক্ত করে এই রায় প্রদান করেন। তবে রায় প্রদান কালে আসামিরা পালাতক ছিল।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com