আজ শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে বরণ করে নেয়া হলো নবীন শিক্ষার্থীদের। পিরোজপুর শহরের দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসা ২০২৫ সেশনের শিক্ষার্থীদের গোলাপ দিয়ে বরণ করছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি ) মাদ্রাসা হল রুমে সকাল ১০ টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহা: মহিউদ্দীন।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন মাওলানা মাহবুবুর রহমান।
এসময় স্বাগত বক্তব্য রাখেন মাওলানা সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শফিকুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক নাফিজ ইমতিয়াজ, সাবিনা ইয়াসমিন, কবির হোসাইন ও আমিরুজ্জামান খান।
অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে স্বরচিত কবিতা আবৃতি করেন মাদ্রাসার সহকারী শিক্ষক নাজমিন আক্তার আসমা ও মো. তরিকুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, ছাত্রদের জীবনে সফল হতে হলে নিজেকে নিয়মানুবর্তীতার মধ্যে দিয়ে চলতে হবে। কুরআনের অনুসরণই একমাত্র পথ যা মানুষকে সঠিক পথের সন্ধান দিতে পারে।