আজ সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কৃতি সন্তান মো. মিজানুর রহমান দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান সিটিস্ক্যাপ ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন।
মিজানুর রহমান পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৯১ ব্যাচের ছাত্র । তিনি চট্টগ্রামের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ (ইউ এস টি সি) এর প্রথম ব্যাচের ছাত্র এবং উক্ত কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) ছিলেন।
তিনি এলাকায় নানাবিধ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এছাড়াও তিনি রেজিস্ট্যান্স ঢাকা ইউনাইটেড (আর ডি ইউ) এর চিফ অ্যাডভাইজার, আমরা ধানমন্ডিবাসী এর এডভাইজার ও মাদক বিরোধী সংগঠন পরিবর্তনের ছাত্ররা এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, মো.মিজানুর রহমানের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়ার ইকরি গ্রামে। তিনি দুই ছেলে এবং এক কন্যা সন্তানের জনক।
তার সহধর্মিনী শবনম পারভিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী পরিবার অ্যাডভোকেট ফয়জুর রহমান ও রত্নগর্ভা হোসনে আরা বেগম এর কনিষ্ঠ কন্যা। তিনি ওয়ান ব্যাংকের কর্পোরেট হেড অফিসে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।